odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচনে শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৩৬ জন শিক্ষার্থী

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৫ ২৩:৪৩

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৫ ২৩:৪৩

সংবাদ কন্টেন্ট:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে শেষ দিনে ২৩৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার শহীদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে গত বৃহস্পতিবার ও রোববার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছিল। প্রথম দিনে ৪ জন এবং দ্বিতীয় দিনে ২৭ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম নেন। তিন দিনে নির্বাচনের জন্য মোট ২৬৭ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছেন, যা নিশ্চিত করেছেন জকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন, আর হল সংসদের প্রার্থীরা ছাত্রী হল থেকেও ফরম সংগ্রহ করতে পারবেন।

আগামী নির্বাচন সংক্রান্ত সময়সূচি অনুযায়ী:

  • ১৯ ও ২০ নভেম্বর: মনোনয়নপত্র বাছাই
  • ২৩ নভেম্বর: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ
  • ২৭ ও ৩০ নভেম্বর: প্রার্থীদের ডোপ টেস্ট
  • ৩ ডিসেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
  • ৪, ৭ ও ৮ ডিসেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ
  • ২২ ডিসেম্বর: ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ


আপনার মূল্যবান মতামত দিন: