odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫
জকসু নির্বাচনে নতুন বার্তা: জিএস পদে উম্মে হানি সেবা, বলছেন

নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ; জবিয়ানদের সহযোগিতায় নতুনত্ব”

odhikarpatra | প্রকাশিত: ১৮ November ২০২৫ ০৩:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১৮ November ২০২৫ ০৩:৩৪

অধিকারপত্র ডটকম 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে প্রার্থী হয়েছেন উম্মে হানি সেবা। স্বতন্ত্র শিক্ষার্থী সংসদ প্যানেলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা এই শিক্ষার্থী নতুন প্রজন্মের রাজনীতি নিয়ে দিচ্ছেন ভিন্ন এক বার্তা।

উম্মে হানি সেবার মূল স্লোগান—
“নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ। জবিয়ানদের সহযোগিতায় নতুনত্ব।”

তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হলে দলীয় লেবেলের বাইরে এসে শিক্ষার্থীদের বাস্তব সমস্যাকে প্রাধান্য দিতে হবে।

সেবা বলেন,
“জকসু শুধু একটি সংগঠন নয়—এটি জবিয়ানদের আশা, দাবি ও স্বপ্নের প্রতিনিধিত্ব। আমি চাই শিক্ষার্থীরা যেন সত্যিকারের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সহযোগিতামূলক একটি পরিবেশ পায়। দলীয় বিভাজন নয়, আমরা চাই ক্যাম্পাসে নতুনত্ব ও ঐক্য।”

স্বতন্ত্র প্যানেলের এই প্রার্থী ইতোমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভালো সাড়া পাচ্ছেন। ক্যাম্পাসে শিক্ষার্থী–বান্ধব উদ্যোগ, নিরাপদ পরিবেশ, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ এবং একাডেমিক–প্রশাসনিক স্বচ্ছতাকে তিনি নিজের অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন।

তিনি সকল জবিয়ানদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন,
“আমি সবার প্রার্থী। আপনাদের সহযোগিতা ও ভালবাসাই আমার শক্তি। আমাকে দোয়ায় রাখবেন।”

জকসু নির্বাচনে তরুণ প্রার্থীদের এই নতুন চিন্তার ধারা শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: