ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, পরামর্শ ও সহায়তার জন্য আনুষ্ঠানিকভাবে নতুন একটি ওয়েবসাইট চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। শিক্ষার্থী–সেবামুখী এই ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম ‘রাকসু এডভাইজ অ্যান্ড কমপ্লেইন্ট সেন্টার’।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাকসু ভবনে ওয়েবসাইটটির উদ্বোধন করেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।
ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন—
“রাকসু নির্বাচনের সময় দেওয়া ইশতেহারের একটি অংশ পূরণ হলো আজ। রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও গবেষণা বিভাগের সহায়তায় শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণে এই ওয়েবসাইট চালু করেছি।”
তিনি আরও জানান, শিক্ষার্থীরা যেকোনো অভিযোগ বা পরামর্শ দ্রুতই এই প্ল্যাটফর্মের মাধ্যমে জানাতে পারবে, এবং রাকসু তা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেবে।
সহ সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন—
“শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে যেন রাকসুকে জানাতে পারে—সেই লক্ষ্যেই এই ওয়েবসাইট। অভিযোগ এলে আমরা গুরুত্বসহকারে তা আমলে নিয়ে পদক্ষেপ নেব।”
রাকসুর মতে, বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থী–সংক্রান্ত সকল সমস্যা সমাধানে এই ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মূল্যবান মতামত দিন: