বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারলে আগামী জাতীয় নির্বাচনে দেশে নতুন রাজনৈতিক ইতিহাস তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “ভোট কেন্দ্র দখল বা ইঞ্জিনিয়ারিংয়ের পুনরাবৃত্তি হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।”
শনিবার দুপুর ১২টায় ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা ময়দানে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টা মোকাবিলায় তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। ইসলামী মূল্যবোধ রক্ষায় সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
ইসলামি দলগুলোর ঐক্যে “নতুন ইতিহাস রচনার সুযোগ”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, “ইসলামি দলগুলো এক হয়ে নির্বাচন করলে এবং সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমান। নেছারাবাদ দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনের অংশ হিসেবে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লি অংশ নেন।
অন্যান্য বক্তাদের বক্তব্য
সম্মেলনে আরও বক্তব্য দেন—
- খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিদ আজাদ
- জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন
- আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ
- বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল
বক্তারা ইসলামি শক্তির ঐক্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্ব দেন।

আপনার মূল্যবান মতামত দিন: