odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 26th November 2025, ২৬th November ২০২৫

মির্জা ফখরুল বললেন: শান্তিপূর্ণভাবে ২০২৬ সালের নির্বাচন হবে

odhikarpatra | প্রকাশিত: ২৫ November ২০২৫ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ২৫ November ২০২৫ ২৩:৫০

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

২৫ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্র উত্তরণের গুরুত্বপূর্ণ পথে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে সারাদেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন—কোনো ধরনের ঝামেলা ছাড়াই ২০২৬ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, আইনের শাসন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারসহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী—ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য যথেষ্ট উপযোগী। এখন এমন কোনো অবস্থা নেই যা নির্বাচন ব্যাহত করবে। কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে জনগণই তা প্রতিরোধ করবে বলে তিনি মনে করেন।

“বিএনপি নদীর মতো বিশাল দল”—এক আসনে একাধিক প্রার্থী স্বাভাবিক

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল।
তিনি উল্লেখ করেন—
“নদীর মতো বড় দল বিএনপি। অনেক আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকা কোনো সমস্যা নয়, বরং এটি দলের শক্তি এবং জনপ্রিয়তার প্রতিফলন।”

সভায় আরও যাদের বক্তব্য

মতবিনিময় সভায় বক্তব্য দেন—

  • জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন
  • সাধারণ সম্পাদক পয়গাম আলী
  • জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন
  • সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল
  • সাবেক সভাপতি আবদুল হালিম
  • পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরিফ
  • সাধারণ সম্পাদক তারিক আদনান

সভার বক্তারা গণতন্ত্র, আইনের স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


 



আপনার মূল্যবান মতামত দিন: