নিজস্ব প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে তুলে ধরতে ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে লতব্দী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর বেপারী বাড়ি প্রাঙ্গণে এ আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাফিজ বেপারী।
সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার।
সভায় আরও বক্তব্য দেন—
- উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান মাহমুদ
- লতব্দী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন
- আহ্বায়ক সদস্য পিয়ার আলী মোল্লা
- ৮ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন
- ৭ নং ওয়ার্ড সভাপতি মো. জাহাঙ্গীর মাদবর
- ৪ নং ওয়ার্ড সভাপতি আসলাম মোল্লা
- ৩ নং ওয়ার্ড সহসভাপতি মো. মজিবর
এ ছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নই দেশের রাজনীতি ও প্রশাসনে সত্যিকারের পরিবর্তন আনবে। একই সঙ্গে জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

আপনার মূল্যবান মতামত দিন: