ময়মনসিংহ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫
ময়মনসিংহে নির্বাচনী গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন,
“আমরা লভ্যাংশ চাই না, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রের মালিকানা চাই।”
তিনি বলেন, কিছু রাজনৈতিক প্রস্তাবদাতা তাদেরকে লাভের অংশ দিতে চাইলেও তাঁরা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
তার ভাষায়,
“২৫ শতাংশ লভ্যাংশ চাই না; ১০ শতাংশ মালিকানা চাই। ভিক্ষা নয়, অংশীদারত্বের রাজনীতি করতে চাই।”
‘ইসলামপন্থীরা কারও দয়ায় রাজনীতি করতে চায় না’
রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এ গণসমাবেশে মামুনুল হক বলেন,
অনেকে ধারণা করেছিলেন, খেলাফত মজলিস বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেবে। কিন্তু দলটি সেই পথে হাঁটবে না।
তিনি বলেন,
“আমরা নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করতে চাই। সম–অধিকারের ভিত্তিতে আলাপ করতে চাইলে স্বাগত, কিন্তু ভিক্ষার থলি ধরলে ধিক্কার জানাই।”
‘ফ্যাসিবাদী আচরণ করলে শেখ হাসিনার থেকেও ভয়াবহ পরিণতি হবে’
গণমঞ্চে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
বাংলাদেশে কেউ ফ্যাসিবাদের মতো শাসন করতে চাইলে তার পরিণতি আরও ভয়াবহ হবে।
“মানুষ ক্ষিপ্ত হলে খুব খতরনাক হয়ে যায়। ক্ষমতায় যেতে পারেন, কিন্তু ফ্যাসিবাদী হওয়ার স্বপ্ন দেখবেন না।”
‘জুলাই বিপ্লবের অংশীজনদের এক টেবিলে বসার আহ্বান’
মামুনুল হক আরও বলেন,
যারা পূর্ববর্তী সরকারের সময়ে নিগৃহীত হয়েছেন, দমন-পীড়নের শিকার হয়েছেন, সবাইকে নিয়ে অংশীদারিত্বমূলক রাজনীতি গড়ে তুলতে হবে।
তিনি সতর্ক করেন:
“একদলীয় কায়দায় বাকশালি ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা হলে আবার জুলাই হবে, আবার শাপলা চত্বর হবে।”
গণসমাবেশে উপস্থিত ছিলেন
সভাপতিত্ব করেন মুফতি আবদুস সালাম। বক্তব্য দেন—
- মুফতি কাজী মোশতাক আহমাদ ফারুকী, প্রার্থী (ময়মনসিংহ–৪)
- আতাউল্লাহ আমীন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব
- আবদুল আজিজ, যুগ্ম মহাসচিব
- হেদায়েতুল্লাহ হাদী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
- ফজলুর রহমান, বায়তুলমাল সম্পাদক
এ ছাড়া নান্দাইল ও গৌরীপুরের গণসমাবেশেও বক্তব্য দেন মামুনুল হক।

আপনার মূল্যবান মতামত দিন: