odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬
নিয়মিত মামলা, পরোয়ানা ও মাদকসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের আদালতে প্রেরণ

রাজধানীতে মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

odhikarpatra | প্রকাশিত: ২৮ November ২০২৫ ১৯:২৩

odhikarpatra
প্রকাশিত: ২৮ November ২০২৫ ১৯:২৩

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫: রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলা এসব অভিযানে নিয়মিত মামলা, আদালতের পরোয়ানা এবং মাদক–সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্তদের আটক করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, থানার বিভিন্ন পয়েন্টে সমন্বিতভাবে পরিচালিত অভিযানে গ্রেফতারদের হেফাজত থেকে ৫৫ পুরিয়া হেরোইন এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের সবাইকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতার ব্যক্তিরা হলেন—
সামির (১৯), জামাল (৩০), সুমন (২৩), সজীব (২৮), রাসেল (৪৫), সোহেল (২৮), ফায়জুর (১৯), সাজু (২১), সাজেদুল ইসলাম তুষার (৩০), সোহেল ওরফে টিপু (৩০), আরজু (৩৩), শামীম (৩৮), সজীব (২৫) ও আব্বাস (২২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ–কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার অভিযানে মাদকবিরোধী ও আইন–শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: