odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫

নিক্কি বুয়েনাফে চেভেহ: ফেস অফ বিউটি ইন্টারন্যাশনাল ২০২৫ বিজয়ী ম্যানিলায়, পেলেন উষ্ণ অভ্যর্থনা

odhikarpatra | প্রকাশিত: ৩ December ২০২৫ ১৯:০১

odhikarpatra
প্রকাশিত: ৩ December ২০২৫ ১৯:০১

অধিকারপত্র ডটকম, বিনোদন ডেক্স'৩ ডিসেম্বর ২০২৫।

নিক্কি বুয়েনাফে চেভেহ: ফেস অফ বিউটি ইন্টারন্যাশনাল ২০২৫ বিজয়ী ম্যানিলায়, পেলেন উষ্ণ অভ্যর্থনা


 পূর্ণাঙ্গ প্রতিবেদন (Full Report)
ম্যানিলা, ফিলিপাইন:
ফেস অফ বিউটি ইন্টারন্যাশনাল ২০২৫ (Face of Beauty International 2025) খেতাব জয়ী ফিলিপাইনের নিক্কি বুয়েনাফে চেভেহ (Nikki Buenafe Cheveh)

মঙ্গলবার রাজধানী ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে (Ninoy Aquino International Airport)

পারাখতেই এক হৃদয়গ্রাহী অভ্যর্থনা পেলেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শত শত সমর্থক এবং তার নিবেদিতপ্রাণ দলের সদস্যরা।


আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জয় করে দেশে ফেরা নিক্কি চেভেহ তার আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, "আমি খুবই খুশি, কৃতজ্ঞ এবং সত্যিই আশীর্বাদপ্রাপ্ত" বোধ করছি। এই মুকুট জয়ে ফিলিপিনো জনগণের এবং তার দলের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনই তাকে সাহায্য করেছে বলে তিনি জানান।
এই জয়ের মাধ্যমে ফিলিপাইন 'ফেস অফ বিউটি ইন্টারন্যাশনাল' প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করল। গত বছর, জিন ইসাবেল বিলাসান (Jeanne Isabelle Bilasano) দেশের জন্য প্রথম এই আন্তর্জাতিক মুকুটটি এনেছিলেন।


উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত 'ফেস অফ বিউটি ইন্টারন্যাশনাল' প্রতিযোগিতাটি বিশ্বব্যাপী তরুণ নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। প্রতিযোগীরা আয়োজক দেশজুড়ে ভ্রমণকালে দাতব্য অনুষ্ঠান এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: