ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | ৭ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব থেকে একযোগে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী হিসেবে পরিচিত তিন সিনিয়র শিক্ষক। রোববার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আলাদা তিনটি পদত্যাগপত্র জমা দিয়ে মোট ছয়টি পদ থেকে সরে দাঁড়ান তারা।
পদত্যাগকারী শিক্ষকরা হলেন—
- অধ্যাপক ড. এমতাজ হোসেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব
- অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি
- অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইবি সাদা দলের আহ্বায়ক
কোন কোন পদ থেকে পদত্যাগ?
পদত্যাগপত্র সূত্রে জানা যায়—
অধ্যাপক ড. এমতাজ হোসেন
- ইসলামিক হেরিটেজ অ্যান্ড কালচার সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।
অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান
- ‘সেন্টার ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স স্টাডিজ’র পরিচালক
- মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুনর্বণ্টন উপকমিটির আহ্বায়ক
- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক
এই তিনটি পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন
- আইআইইইআর গভর্নিং বডির সদস্য
- পরিবহন পরিচালনা পর্ষদের আহ্বায়ক
এই দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন।
কেন পদত্যাগ?
অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন,
“কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, তাই পদত্যাগ করলাম।”
তবে তিনি জানান, তিনি এখনও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন,
“বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে ভিসি স্যার একটি বিশেষ দলের পরামর্শে কাজ করছেন। আমাদের দলের স্বার্থে আমরা এসব পদে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না।”
অধ্যাপক ড. মতিনুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
সামিউল, ইবি প্রতিনিধি

আপনার মূল্যবান মতামত দিন: