odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

রাবিতে আট দিনব্যাপী বইমেলা উদ্বোধন—স্থানীয় ও জাতীয় অর্ধশতাধিক প্রকাশকের অংশগ্রহণ

odhikarpatra | প্রকাশিত: ১১ December ২০২৫ ২০:২২

odhikarpatra
প্রকাশিত: ১১ December ২০২৫ ২০:২২

ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয় | ১১ ডিসেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আট দিনব্যাপী বইমেলা। বৃহস্পতিবার বেলা ১২টায় শহীদুল্লাহ কলা ভবন চত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ বিশিষ্ট শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইমেলা ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, বইমেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান।

অর্ধশতাধিক প্রকাশকের অংশগ্রহণ

এবারের বইমেলায় অংশ নিচ্ছে স্থানীয় ও ঢাকাস্থ অর্ধশতাধিক প্রকাশক ও বই বিপণন প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও প্রকাশনা দপ্তরের নিজস্ব স্টল।

বিশেষ আয়োজন

বইমেলাকে কেন্দ্র করে থাকছে লেখক-পাঠক আড্ডা, জুলাই বিপ্লব স্মৃতি আলোকচিত্র প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক আয়োজন। যা বইমেলায় আগত শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

স্টল নির্দেশিকা ও বিশেষ প্রকাশনা

  • জনসংযোগ দপ্তরের স্টল (৩২-৩৩):
    এখানে পাওয়া যাচ্ছে রাবি প্রকাশিত ’মতিহারের বহ্নিশিখা’ আলোকচিত্র অ্যালবাম, সাহিত্য সংকলন ’দ্রোহী বর্ণমালা’ এবং রাবি শিক্ষকদের বিভিন্ন গ্রন্থ।
  • প্রকাশনা দপ্তরের স্টল (৩১-এ):
    বিভিন্ন পাঠ্যপুস্তক ও গবেষণা জার্নাল পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে।

সময়সূচি

বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: