odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th December 2025, ২৫th December ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচন: আচরণবিধি প্রতিপালন ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চেয়ে ইসির সঙ্গে জামায়াতের বৈঠক

নির্বাচনী আচরণবিধি মানা ও সমান প্রচার সুযোগ নিশ্চিতের দাবি জামায়াতের

odhikarpatra | প্রকাশিত: ২৪ December ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৪ December ২০২৫ ২৩:৫৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম


📰 সংবাদ প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন এবং প্রচারণায় সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে এসব দাবি তুলে ধরে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল নির্বাচনী আচরণবিধি। জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই সারা দেশে পোস্টার ও ব্যানার সরিয়ে নিয়েছেন। তবে এখনো দেশের বিভিন্ন স্থানে আচরণবিধির ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন,

“কিছু জায়গায় স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

জামায়াতের এই নেতা জানান, শুধু মাঠপর্যায়ে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও আচরণবিধি কার্যকরভাবে প্রয়োগ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়।

কোনো দলের নাম উল্লেখ না করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড বা সুবিধা দেওয়ার অঙ্গীকার করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে।

শীর্ষ নেতাদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন,

“নির্বাচনে শীর্ষ নেতাদের ব্যাপক সফর করতে হবে। কারও জন্য ভিভিআইপি সুবিধা থাকবে, আবার কারও জন্য থাকবে না—এটা লেভেল প্লেয়িং ফিল্ডের পরিপন্থী।”

এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিও নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচনী আচরণবিধি মানা ও সমান প্রচার সুযোগ নিশ্চিতের দাবি জামায়াতের

#জামায়াত #নির্বাচনীআচরণবিধি #লেভেলপ্লেয়িংফিল্ড
#ইসি #জাতীয়নির্বাচন #বাংলাদেশরাজনীতি
#Election2025 #BangladeshPolitics



আপনার মূল্যবান মতামত দিন: