odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫
তারেক রহমান দেশে ফিরে প্রথম গণসংবর্ধনায় প্লাস্টিকের চেয়ারে বসে দিলেন ব্যতিক্রমী বার্তা

মঞ্চের রাজনীতি বদলে দিলেন তারেক রহমান, নির্ধারিত চেয়ারে না বসে বসলেন প্লাস্টিকের চেয়ারে

odhikarpatra | প্রকাশিত: ২৫ December ২০২৫ ২৩:০১

odhikarpatra
প্রকাশিত: ২৫ December ২০২৫ ২৩:০১

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার দিনই ব্যতিক্রমী এক রাজনৈতিক বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় তাঁর জন্য নির্ধারিত বড় চেয়ার উপেক্ষা করে তিনি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেন, যা উপস্থিত নেতা–কর্মী ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টা ৫০ মিনিটে পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। মঞ্চে আগে থেকেই তাঁর জন্য সুসজ্জিত বড় চেয়ার রাখা থাকলেও তিনি সেটিতে না বসে প্লাস্টিকের চেয়ার আনিয়ে সেখানে বসেন। এ সময় তাঁকে হাস্যোজ্জ্বল দেখা যায় এবং তিনি সামনের সারিতে থাকা নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। দুপুর ১২টা ৪১ মিনিটে বিমানবন্দর থেকে পূর্বাচলের উদ্দেশে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে।

গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলাকালে অন্যান্য শীর্ষ নেতারা নির্ধারিত আসনে বসতে শুরু করেন। তবে সবাই বসে পড়লেও তারেক রহমান নির্ধারিত চেয়ার গ্রহণ না করে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেন।

মঞ্চে তাঁর ডান পাশে বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাঁ পাশে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা ফখরুলের পাশে নজরুল ইসলাম খান এবং তাঁর পাশে সালাহউদ্দিন আহমদ বসেন। মির্জা আব্বাসের পাশে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই আচরণ ছিল প্রতীকী—ক্ষমতার অহংকার নয়, সাধারণ মানুষের সঙ্গে একাত্মতার বার্তা দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

 

🔥 মঞ্চের রাজনীতি বদলে দিলেন তারেক রহমান, নির্ধারিত চেয়ারে না বসে বসলেন প্লাস্টিকের চেয়ারে

#তারেক_রহমান #গণসংবর্ধনা #প্লাস্টিকের_চেয়ার #BNP #বাংলাদেশ_রাজনীতি #রাজনৈতিক_বার্তা #odhikarpatra



আপনার মূল্যবান মতামত দিন: