odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫
তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে—চরমোনাই পীরের মন্তব্য

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতির শূন্যতা পূরণ হবে: চরমোনাই পীর

odhikarpatra | প্রকাশিত: ২৫ December ২০২৫ ২৩:১৪

odhikarpatra
প্রকাশিত: ২৫ December ২০২৫ ২৩:১৪

✍️ বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে এবং দীর্ঘদিনের নেতৃত্বশূন্যতা দূর হবে

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফেরার পর এক প্রতিক্রিয়ায় চরমোনাই পীর বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে বিএনপির মতো বৃহৎ একটি রাজনৈতিক দল সরাসরি নেতৃত্ববঞ্চিত ছিল। তারেক রহমানের প্রত্যাবর্তনে সেই শূন্যতা অনেকটাই পূরণ হবে।

তিনি আরও বলেন, ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার পেছনে একটি নির্মম বাস্তবতা রয়েছে, আর তা হলো সহিংস ও প্রতিহিংসার রাজনীতি। পতিত ফ্যাসিবাদের প্রতিহিংসার শিকার হয়েই তাকে দীর্ঘ সময় নির্বাসনে থাকতে হয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে নির্মূল করতে তারেক রহমানসহ সব রাজনৈতিক নেতাকে ভূমিকা রাখতে হবে।

চরমোনাই পীর আশা প্রকাশ করে বলেন, তারেক রহমান তার বক্তব্যে নিজস্ব রাজনৈতিক পরিকল্পনার কথা বলেছেন। সেই পরিকল্পনার মাধ্যমে দেশে ইতিবাচক, সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটবে এবং ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ নিশ্চিত হবে—এমন প্রত্যাশা রয়েছে।

জুলাই গণ–অভ্যুত্থানের পরও দীর্ঘদিন তারেক রহমান দেশের বাইরে থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি বলেন, বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার দেশে আসা যদি অন্য কারও নিয়ন্ত্রণাধীন থাকে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কোনো পরিস্থিতি থাকলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা উচিত এবং বিএনপির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন: