ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
সংগঠন কে শক্তিশালী,গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের  সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট আজ কাকরাইল অফিসে নেতাকর্মীদের নিয়ে এ বিষয়ে ব্রিফ করেন 

যুবলীগ নেতাকর্মীদের যেন সব সংগঠন আইকন হিসাবে নেয়  : ইসমাইল চৌধুরী সম্রাট

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ এপ্রিল ২০১৮ ২৩:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ এপ্রিল ২০১৮ ২৩:৩৮

সংগঠন কে শক্তিশালী,গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের  সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট আজ কাকরাইল অফিসে নেতাকর্মীদের নিয়ে এ বিষয়ে ব্রিফ করেন 


 
নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৈৗধুরী বলেন, দেশের প্রয়োজনে যুবলীগের নেতাকর্মীদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামাতের সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করতে হবে। সমাজে সুশৃঙ্খল কর্মী বাহিনী হিসেবে স্বীকৃতি লাভ করতে হবে।  আজ বিকালে কাকরাইলে যুব জাগরণ অফিসে আয়োজিত যুবলীগের রমনা থানার নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় তিনি এসব কথা বলেন। ওই সভায় অন্যদের যুবলীগের দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন রানা, সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, মনোয়ার হোসেন মনা, মাহবুবুর রহমান পলাশ, আরমান হক, মোরছালিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল ও মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমানুল হক বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আক্কাস, সহসম্পাদক শিশির ও মহানগর দক্ষিণের নেতা বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্রাট বলেন, আগামী ১১ তারিখ পর্যন্ত ৭৫টি ওয়ার্ডের নে পর্যায়ক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রত্যেক ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামাতের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা। এই মতবিনিময়ের মাধ্যমে যেসব সিদ্ধান্ত আসবে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। যেসব নির্দেশনা দেশ নায়ক শেখ হাসিনার মুখ উজ্জল করবে, যুবলীগের মুখ উজ্জ্বল করবে সেই সিদ্ধান্ত পরিবারের সিদ্ধান্তের মত মেনে চলতে হবে।

যুবলীগের এই নেতা আরও বলেন, দেশ নায়ক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যেখানেই সভা থাকবে সেখানেই যুবলীগ থাকবে। আওয়ামীলীগের যেকোন সভায় দাওয়াত পাই আর না পাই যুবলীগের দক্ষিণের নেতাকর্মীরা নিজ দায়িত্ব মনে সুশৃঙ্খলভাবে উপস্থিত থাকতে হবে। 

স¤্রাট বলেন, যুবলীগের নেতাকর্মীদের সুশৃঙ্খল হতে হবে। এদের হাটা-চলা, কথা-বার্তা অত্যন্ত সুন্দর হতে হবে। যেন কেউ দেখলেই বুঝতে পারে এরা যুবলীগের কর্মী।    

ইসম্ইাল হোসেন স¤্রাট বলেন, আমাদের বিশ্বস্ততা দেশবাসীর কাছে পৌছাতে হবে। দেশনায়কের কাছে পৌছাতে হবে। মান-অভিমান ভুলতে হবে, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।  দেশনায়কের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন: