odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫
ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন রাশেদ খান, বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত

বিএনপিতে যোগ দিচ্ছেন গণ অধিকারের রাশেদ খান, ধানের শীষে নির্বাচন নিশ্চিত

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:৫৫

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছে দলটির ঘনিষ্ঠ একটি সূত্র।

সূত্র জানায়, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে ঝিনাইদহ-৪ আসন বিএনপি ছেড়ে দিয়েছে রাশেদ খানের জন্য। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে নির্বাচন করে ওই আসনে জয় পাওয়া কঠিন—এমন মূল্যায়ন থেকেই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলে জয় নিশ্চিত করার সম্ভাবনা বেশি, সে কারণেই রাশেদ খান বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী হন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকজন শরিক নেতাকেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে রাশেদ খান বিএনপিতে যোগ দেওয়ার পর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ শূন্য হবে। দলটির নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের বৈঠকে নতুন সাধারণ সম্পাদক নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সমঝোতার ভিত্তিতে শরিক দলগুলোর জন্য মোট ২৮টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহ-৪ আসন গণ অধিকার পরিষদের রাশেদ খানের জন্য নির্ধারিত হয়।

তবে এই সিদ্ধান্তে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, ওই আসনে দলীয় নেতাদের মধ্য থেকে প্রার্থী দিতে হবে। স্থানীয়ভাবে সাইফুল ইসলাম অথবা মুর্শিদা জামানের নাম প্রস্তাব করে রাশেদ খানকে প্রত্যাহারের দাবিও তুলেছেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাশেদ খানের বিএনপিতে যোগদান এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন আগামী নির্বাচনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে



আপনার মূল্যবান মতামত দিন: