অধিকারপত্র ডটকম ঢাকা | ২৮ ডিসেম্বর ২০২৫
📌 মূল তথ্য
জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) যুক্ত হয়ে ১০ দলের একটি শক্তিশালী নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে।
রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি জানান, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আট দল একসঙ্গে কাজ করছিল। সর্বশেষ এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় এই সমঝোতা এখন ১০ দলে উন্নীত হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে দেশের ৩০০ আসনের প্রার্থী বিন্যাস প্রায় সম্পন্ন হয়েছে। সামান্য কিছু বিষয় বাকি থাকলেও মনোনয়ন দাখিলের পরপরই সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এবং নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—এ ব্যাপারে সব দল ঐক্যবদ্ধ। অতীতের মতো ভোটাধিকার হরণ করার কোনো চেষ্টা হলে তা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংশ্লিষ্টদের বক্তব্য
জামায়াতের আমির বলেন,
“এটা শুধু নির্বাচনী জোট নয়, এটা দেশ গঠনের জোট। জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন, আমরা সবাই একসঙ্গে থাকব ইনশা আল্লাহ।”
আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন,
“এখানে কোনো একক দল সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। ন্যায্যতার ভিত্তিতে সবাই সবাইকে আসন ছেড়ে দেবে।”
সংবাদ সম্মেলনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ উপস্থিত থাকলেও তিনি বক্তব্য দেননি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
🔥 বড় চমক রাজনীতিতে! জামায়াত–এনসিপি–এলডিপিসহ ১০ দলের নির্বাচনী সমঝোতা, ৩০০ আসন প্রায় চূড়ান্ত
#জামায়াতএনসিপিসমঝোতা, #১০দলেরনির্বাচনীজোট, #জামায়াতএলডিপিআসনসমঝোতা, #জাতীয়নির্বাচন২০২৫, #ডা.শফিকুররহমান #সংবাদসম্মেলন, #বাংলাদেশরাজনীতিআপডেট
জামায়াত এনসিপি সমঝোতা ১০ দলের নির্বাচনী জোট জামায়াত এলডিপি আসন সমঝোতা জাতীয় নির্বাচন ২০২৫ ডা. শফিকুর রহমান সংবাদ সংবাদ সম্মেলন বাংলাদেশ রাজনীতি আপডেট

আপনার মূল্যবান মতামত দিন: