বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশন আজ বুধবার সন্ধ্যা থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমআরটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমআরটিসিএল জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের এই স্টেশন ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত যাত্রীসাধারণের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশন ও চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে আজ রাত ১২টা থেকে শুরু হচ্ছে ইংরেজি নববর্ষ ২০২৬। নতুন বছর উদযাপন উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে আতশবাজি, ফানুস ও পটকা ফোটানো পরিহারের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নববর্ষ উদযাপনের সময় এসব কার্যক্রম বায়ুদূষণ, শব্দদূষণ, অগ্নিকাণ্ড এবং পাখির মৃত্যুর ঝুঁকি বাড়ায়। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।
নতুন বছরকে ঘিরে রাজধানীতে বাড়তি জনসমাগম ও নিরাপত্তা বিবেচনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
🚇 সন্ধ্যা থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, জানাল ডিএমআরটিসিএল
#ঢাবি_মেট্রো_স্টেশন #মেট্রোরেল_সংবাদ #ডিএমআরটিসিএল #ঢাকা_বিশ্ববিদ্যালয় #রাজধানী_সংবাদ #নতুন_বছর_২০২৬ #MetroRailBangladesh #odhikarpatra

আপনার মূল্যবান মতামত দিন: