জেলা প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
📝 সংবাদ বিবরণ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার মাত্র দুই দিন আগে প্রশ্ন করেছিলেন—‘রুমিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না’। এমন মন্তব্যের কথা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
রুমিন ফারহানা বলেন, দলের অতি ঊর্ধ্বতন পর্যায়ের কয়েকজন নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই প্রশ্ন তোলেন। বিষয়টি তার কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আবেগঘন বলেও মন্তব্য করেন তিনি।
মনোনয়ন বৈধ হওয়ায় সন্তোষ প্রকাশ করে রুমিন বলেন, মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করছে। তিনি বলেন, ভোটারদের চোখে জল এবং ‘আপনাকে জিততেই হবে’—এমন কথাই তার রাজনৈতিক পথচলাকে আরও দায়িত্বশীল করে তুলছে।
নিজের রাজনৈতিক বাস্তবতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনীতিতে ভাগ্যের বড় ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সালের নির্বাচনে তার বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন, যদিও তখন একটি দলের প্রবল জোয়ার ছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গেও তিনি সেই সময়ের মিল খুঁজে পান।
এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, যদি তার প্রতি কোনো অবিচার হয়ে থাকে, তার বিচার তিনি জনগণের হাতেই ছেড়ে দিয়েছেন।
অতীত রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, দলের দুঃসময়ে খালেদা জিয়ার নেতৃত্বে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। সংসদে তার ভূমিকা এবং দলীয় সিদ্ধান্তে কোনো দ্বিধা ছাড়াই পদত্যাগ করার ঘটনাও তিনি তুলে ধরেন।
ব্রাহ্মণবাড়িয়া
০২ জানুয়ারি ২০২৬

আপনার মূল্যবান মতামত দিন: