odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 7th January 2026, ৭th January ২০২৬
তারেক রহমানের বাসার সামনে আটক হামীম, তিনদিনের রিমান্ড মঞ্জুর

একটি এনআইডি আসল, বাকি দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে—আদালতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি

odhikarpatra | প্রকাশিত: ৫ January ২০২৬ ২২:০৫

odhikarpatra
প্রকাশিত: ৫ January ২০২৬ ২২:০৫

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বিভাগ: আইন-বিচার
তারিখ: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনক অবস্থায় আটক ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

রিমান্ড শুনানির সময় একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখার কারণ জানতে চাইলে আসামি আদালতে বলেন,
“একটি আমার আসল এনআইডি, আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার জন্য তৈরি করেছিলাম।”
এ সময় তিনি আরও দাবি করেন, তারেক রহমানকে দেখার উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় গিয়েছিলেন।

এর আগে গুলশান থানা-পুলিশ ইনামে হামীমকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ সাইফুল ইসলাম তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে গুলশানের ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে কার্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পরে পুলিশকে খবর দিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি এনআইডি কার্ডপাঁচটি ভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গভীর রাতে একাধিক এনআইডি ও চেক বই নিয়ে রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান করা সন্দেহজনক। রিমান্ডে নিলে ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য উদ্ঘাটন সম্ভব হবে।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যেও আসামি ওই এলাকায় অবস্থান করে থাকতে পারেন—এ বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন: