odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 7th January 2026, ৭th January ২০২৬
আইন মন্ত্রণালয়কে খসড়া প্রস্তুতের অনুরোধ, উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশের উদ্যোগ

odhikarpatra | প্রকাশিত: ৫ January ২০২৬ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ৫ January ২০২৬ ২৩:৪১

অধিকারপত্র ডটকম 

বিশেষ প্রতিনিধি, 

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে খসড়া অধ্যাদেশ প্রস্তুতের জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বৈঠক সূত্র জানায়, সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় আসে। জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া তাহরিমা জান্নাত সুরভী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহদী হাসান গ্রেপ্তারের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। পরে দুজনই জামিনে মুক্তি পান।

সভায় দায়মুক্তির আইনি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময় জারি হওয়া দায়মুক্তির আইন ও অধ্যাদেশ পর্যালোচনা করা হয়। সূত্র জানায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়পর্বের ঘটনায় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়মুক্তি দেওয়া হয়েছিল, একই ধাঁচে জুলাই যোদ্ধাদের জন্য অধ্যাদেশ জারির বিষয়ে মত দেওয়া হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৪ জানুয়ারি তিন দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে ছিল—২০২৪ সালের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতাকে সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যাদেশ জারি করা। বৈঠকে এ দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,
“জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছে। তাদের দায়মুক্তি দেওয়ার বিষয়ে আমরা আগে থেকেই কাজ করছি।”
তিনি আরও বলেন, দেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদ, অতীতের দায়মুক্তি আইন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে খসড়া অধ্যাদেশ প্রস্তুত করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের ১৪ অক্টোবর জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের মামলা ও গ্রেপ্তার না করতে একটি বিবৃতিও দেওয়া হয়েছিল। এছাড়া ৫ আগস্ট ঘোষিত জুলাই ঘোষণাপত্রে শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করা হয়।

‘আইনশৃঙ্খলা ভাঙলে ছাড় নয়’

বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অগ্রগতি, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, সীমান্ত ও পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় আগামী ৭ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হবে।


প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বিভাগ: জাতীয়
তারিখ: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

 

🔴 জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশের উদ্যোগ

#জুলাই_যোদ্ধা #দায়মুক্তি #আইনি_সুরক্ষা #উপদেষ্টা_কমিটি #জাতীয়_রাজনীতি #BangladeshNews #Odhikarpatra


 



আপনার মূল্যবান মতামত দিন: