odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 7th January 2026, ৭th January ২০২৬
যুক্তরাষ্ট্রের মাদক-সন্ত্রাসবাদ মামলায় নির্দোষ দাবি, স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে

আমি সৎ মানুষ, আমার দেশের প্রেসিডেন্ট: নিউইয়র্কের আদালতে নিকোলা মাদুরো

odhikarpatra | প্রকাশিত: ৫ January ২০২৬ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৫ January ২০২৬ ২৩:৪৫

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক ও সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। নিউইয়র্কের আদালতে হাজির হয়ে তিনি বলেন,
“আমি একজন সৎ মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে।”

সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হাজির করা হয়।

আদালতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও মাদক সংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

এর আগে আটককেন্দ্র থেকে হেলিকপ্টারে করে মাদুরো দম্পতিকে নিউইয়র্কের আদালতসংলগ্ন একটি হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে ভ্যানে করে আদালতে হাজির করা হয় তাঁদের।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানায়, গত শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। পরে তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। এ অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৮০ জন নিহত হওয়ার তথ্যও সামনে এসেছে।

এদিকে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার দায় যুক্তরাষ্ট্রেরই।

বিশ্লেষকদের মতে, মাদুরো দম্পতির গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।


প্রতিবেদন: আন্তর্জাতিক ডেস্ক, অধিকার পত্র ডটকম
বিভাগ: বিশ্ব
তারিখ: সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

 

🔴 আমি সৎ মানুষ, আমার দেশের প্রেসিডেন্ট: নিউইয়র্কের আদালতে নিকোলা মাদুরো

#নিকোলা_মাদুরো #ভেনেজুয়েলা #যুক্তরাষ্ট্র #নিউইয়র্ক_আদালত #WorldNews #InternationalPolitics #Odhikarpatra



আপনার মূল্যবান মতামত দিন: