odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬
ঢাবির প্রথিতযশা অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে ইবিতে শোক সভা ও দোয়া

ঢাবির অধ্যাপক ড. আতাউর রহমানের মৃত্যুতে ইবির ইসলামের ইতিহাস বিভাগের গভীর শোক

odhikarpatra | প্রকাশিত: ৭ January ২০২৬ ২৩:২৪

odhikarpatra
প্রকাশিত: ৭ January ২০২৬ ২৩:২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
বুধবার | ০৭ জানুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ও প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেন। এ উপলক্ষে বিভাগের উদ্যোগে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে একটি শোকবার্তা প্রকাশ করা হয়।

শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ও বর্ণাঢ্য একাডেমিক জীবনে অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সেবা প্রদান করেছেন, যা বিভাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে।

বিভাগীয় শোকবার্তায় বলা হয়, ড. আতাউর রহমান বিশ্বাসের জ্ঞান, প্রজ্ঞা ও শিক্ষার্থীবান্ধব মনোভাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তিনি শিক্ষক-শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণের জন্য সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে অবস্থানকালেই তিনি ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ক্যাম্পাস প্রতিনিধি

🟦 ঢাবির অধ্যাপক ড. আতাউর রহমানের মৃত্যুতে ইবির ইসলামের ইতিহাস বিভাগের গভীর শোক

#ঢাবি #ইসলামী_বিশ্ববিদ্যালয় #ড_মো_আতাউর_রহমান #শোকসংবাদ #বাংলাদেশ_বিশ্ববিদ্যালয় #শিক্ষাঙ্গন


✍️ মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
বুধবার | ০৭ জানুয়ারি ২০২৬

 



আপনার মূল্যবান মতামত দিন: