odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬
সম্পাদকদের সঙ্গে বৈঠকে তারেক রহমানের বার্তা—মতপার্থক্য থাকবে, বিভাজন নয়

প্রতিহিংসার রাজনীতি ছাড়তে চায় বিএনপি, দেশকে সঠিক পথে নিতে চাই: তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ১০ January ২০২৬ ১৯:০২

odhikarpatra
প্রকাশিত: ১০ January ২০২৬ ১৯:০২

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

প্রতিহিংসা ও হিংসার রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে এনে রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক মতপার্থক্য যেন কখনোই জাতিকে বিভক্তির দিকে ঠেলে না দেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠান।

তারেক রহমান বলেন, বিএনপি হিংসা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ পরিচালনার একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়। তিনি বলেন,
‘আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, আরেক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের জানাজা এবং তৃতীয় পাশে ২০২৪ সালের ৫ আগস্ট। এসব ঘটনা সামনে রাখলে বোঝা যায়, আগের অবস্থায় ফেরার কোনো প্রয়োজন নেই।’

দেশ বিশেষ করে ৫ আগস্টের ঘটনার মাধ্যমে যে মূল্য দিয়েছে, তা রাজনীতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সব রাজনৈতিক শক্তিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন,
‘মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু তা যেন মতবিভেদ বা জাতিগত বিভাজনে রূপ না নেয়। ৫ আগস্ট আমরা দেখেছি, এর পরিণতি কী হতে পারে।’

তিনি বলেন, নতুন প্রজন্ম আশার খোঁজে আছে, পাশাপাশি সব প্রজন্মই একটি স্পষ্ট দিকনির্দেশনা প্রত্যাশা করছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি। তবে সেই সমালোচনা যেন দেশের সমস্যার সমাধানে সহায়ক হয়।

দীর্ঘ দেড় যুগ নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, রাজনীতিবিদদের ওপর জনগণের প্রত্যাশা অনেক। সব প্রত্যাশা পূরণ সম্ভব না হলেও রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নেওয়া তাঁদের দায়িত্ব।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান,

  • দেশের প্রায় দেড় কোটি কৃষকের জন্য ‘অ্যাগ্রি কার্ড’ চালুর চিন্তা রয়েছে
  • শিক্ষিত নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা আছে
  • স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে প্রিভেনশন মডেল অনুসরণ করা হবে এবং এ বিষয়ে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হতে পারে

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 


 

🔴 প্রতিহিংসার রাজনীতি ছাড়তে চায় বিএনপি, দেশকে সঠিক পথে নিতে চাই: তারেক রহমান

#তারেক_রহমান #বিএনপি #বাংলাদেশ_রাজনীতি #প্রতিহিংসার_রাজনীতি #গণতন্ত্র #BNP #BangladeshPolitics

 



আপনার মূল্যবান মতামত দিন: