বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের সঙ্গে গঠিত জোট নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, আগামী দু–এক দিনের মধ্যেই জোট কতটি আসনে নির্বাচন করবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবস’র নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, অন্য অনেক জোটে আসন সমঝোতা নিয়ে এখনো অস্পষ্টতা থাকলেও জামায়াত–এনসিপি জোট ইতিমধ্যে মাঠপর্যায়ে প্রচারণা শুরু করেছে। অভ্যন্তরীণ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান নির্বাচনী সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ–সুবিধা ও প্রটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসম পরিস্থিতি তৈরি করতে পারে।
তিনি বলেন,
‘বিশেষ রাজনৈতিক দলকে সরকারি প্রটোকল দেওয়ার মাধ্যমে একধরনের সিগন্যাল দেওয়া হচ্ছে, যা প্রশাসনের বিভিন্ন স্তরে প্রভাব ফেলছে। এতে বোঝা যায় সরকার কার পক্ষে আছে, আর সেটিই লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা সৃষ্টি করছে।’
গণমাধ্যম নিয়েও অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, মেইনস্ট্রিম মিডিয়ার একটি অংশ এনসিপির বিরুদ্ধে নেতিবাচক ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এতে রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার ও নির্বাচন কমিশনের কাছে বারবার সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি।
ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, অনেক ঋণখেলাপি প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। প্রকৃত সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও অল্প কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান কামনা করেন তিনি।
নিরাপত্তা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নির্বাচনী মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতা উদ্বেগজনক হয়ে উঠেছে।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন বড় পর্যবেক্ষক দল পাঠাবে। ইইউ চায় নির্বাচন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হোক এবং ফল ঘোষণার পর যেন গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন হয়—এ জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করছে সংস্থাটি।
🔴 জামায়াতের সঙ্গে জোট নির্বাচনমুখী, দু–এক দিনের মধ্যেই আসন ঘোষণা: নাহিদ ইসলাম
#এনসিপি #জামায়াত #আসন_সমঝোতা #নাহিদ_ইসলাম #জাতীয়_সংসদ_নির্বাচন #লেভেল_প্লেয়িং_ফিল্ড #বাংলাদেশ_রাজনীতি #Election2026

আপনার মূল্যবান মতামত দিন: