বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় ও একটি বিশেষ কল সেন্টার চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনী কার্যক্রমকে সমন্বিত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশান–২–এর ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে অবস্থিত কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির সব কার্যক্রম এই গুলশান কার্যালয় থেকেই পরিচালিত হবে। তিনি বলেন, “একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজকে সহজ, কার্যকর ও প্রযুক্তি–সহায়ক করতে আমরা কল সেন্টার চালু করেছি।”
রুহুল কবির রিজভী আরও জানান, আজ থেকেই দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬৫৪৩ নম্বরে ফোন করে নির্বাচনসংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ কিংবা প্রশ্ন জানানো যাবে। বিশেষ করে স্থানীয় পর্যায়ের এজেন্ট ও নির্বাচনী প্রতিনিধিরা তাঁদের এলাকায় উদ্ভূত যেকোনো অনিয়ম বা সংকটের তথ্য এই নম্বরে দিতে পারবেন।
কল সেন্টারের কার্যপ্রণালি সম্পর্কে তিনি বলেন, এখানে দায়িত্বপ্রাপ্ত ছয়জন অপারেটর প্রতিটি কলের তথ্য তাৎক্ষণিকভাবে লিপিবদ্ধ করবেন এবং তা নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি ও সংশ্লিষ্ট উপকমিটির কাছে পাঠাবেন, যাতে দ্রুত সিদ্ধান্ত ও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
বিএনপির এই নেতা মনে করেন, এই কল সেন্টারের মাধ্যমে সারাদেশের নির্বাচনী কার্যক্রম একটি সমন্বিত প্রযুক্তিগত কাঠামোর আওতায় আসবে। স্থানীয় পর্যায়ের যেকোনো সমস্যা দ্রুত কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে এবং তা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে।
গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয় ও কল সেন্টার চালু
#বিএনপি #গুলশান #নির্বাচনী_কার্যালয় #কল_সেন্টার #১৬৫৪৩ #জাতীয়_সংসদ_নির্বাচন #BNPElection #বাংলাদেশ_রাজনীতি #Election2026

আপনার মূল্যবান মতামত দিন: