ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
২০২৪ সালের জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী গঠিত মামলাগুলোর মধ্যে এই প্রথম কোনো আসামি জামিন পেলেন।
রোববার (১১ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের আগস্টে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গুরুতর অসুস্থতার কারণে জামিন
আদালতে আসামিপক্ষের আইনজীবী জানান, হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত এবং একই রোগে তার দুই ভাই ইতোমধ্যে মারা গেছেন। গুরুতর অসুস্থতার প্রেক্ষাপটে চিকিৎসাজনিত বিষয় তুলে ধরে জামিন আবেদন করা হয়।
ট্রাইব্যুনাল প্রসিকিউশনের মতামত জানতে চাইলে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, গুরুতর অসুস্থতার মেডিক্যাল রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে এবং এ ধরনের পরিস্থিতিতে জামিন আবেদনের বিরোধিতা করা কঠিন। তবে তিনি কঠোর শর্ত আরোপের আবেদন জানান, যাতে আসামি অন্য কোনো আসামির সঙ্গে যোগাযোগ করতে না পারেন।
কঠোর শর্তে জামিন
ট্রাইব্যুনাল একাধিক কঠোর শর্তে হুমায়ুন কবিরের জামিন মঞ্জুর করেন। শর্ত অনুযায়ী—
- আসামিকে নির্দিষ্ট বাসার ঠিকানা দিতে হবে
- গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া যাবে না
- তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে না জানিয়ে বাসা পরিবর্তন করা যাবে না
- কোনোভাবেই সাক্ষ্য বা প্রমাণ প্রভাবিত করা যাবে না
জামিন আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনাল কড়া ভাষায় সতর্ক করে বলেন,
“একটু এদিক-সেদিক করলে আর কোনো দিন জামিন দেওয়া হবে না।”
শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।
ট্রাইব্যুনালের প্রেক্ষাপট
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এরপর থেকেই এ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।
এরই মধ্যে এই ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।
এই প্রেক্ষাপটে হুমায়ুন কবিরের জামিনকে জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলোর একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।
⚖️ মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রথম জামিন, শর্তে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির
#আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল #জুলাই_গণ_অভ্যুত্থান
#হুমায়ুন_কবির #মানবতাবিরোধী_অপরাধ
#জামিন #বাংলাদেশ_রাজনীতি #আইন_ও_আদালত #OdhikarPatra

আপনার মূল্যবান মতামত দিন: