odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬
তদন্তে দীর্ঘসূত্রতায় অসন্তোষ, তদন্ত কর্মকর্তাকে তাগাদা দিল চট্টগ্রাম আদালত

রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের ওপর হামলা: দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ আদালতের

odhikarpatra | প্রকাশিত: ১১ January ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১১ January ২০২৬ ২৩:৫৯

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদনে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। মামলার তদন্ত অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় দ্রুত চার্জশিটসহ তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক সায়মা আফরীন হীমা এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী

২০১৭ সালের হামলার ঘটনা

মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী বাজার এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্তত ছয়জন নেতা আহত হন

হামলায় বহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পর ত্রাণ কর্মসূচি বাতিল করে বিএনপি নেতারা চট্টগ্রাম নগরে ফিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

মামলা ও পুনঃতদন্ত

এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন। তিনি জানান, ঘটনার সময় ভয় ও রাজনৈতিক পরিস্থিতির কারণে কেউ মামলা করতে সাহস করেননি। হামলার দুই দিন পর তিনি নিজেই বাদী হয়ে মামলা করেন।

তবে প্রাথমিকভাবে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে প্রতিবেদন দাখিল করলে মামলাটি খারিজ হয়ে যায়। পরবর্তীতে ২০২৪ সালের ২ অক্টোবর রিভিশন মামলার শুনানি শেষে আদালত পুনঃতদন্তের নির্দেশ দেন

পুনঃতদন্তেও অগ্রগতি না হওয়ায় এবার তদন্ত কর্মকর্তাকে তাগাদা দিয়ে দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ দিল আদালত।

 


⚖️ রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের ওপর হামলা: দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ আদালতের

#মির্জা_ফখরুল #রাঙ্গুনিয়া #বিএনপি
#হামলা_মামলা #চার্জশিট #আইন_ও_আদালত
#চট্টগ্রাম #OdhikarPatra

 



আপনার মূল্যবান মতামত দিন: