বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িয়ে আছে। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকেই অপমান করা।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত। ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম বলেও মন্তব্য করেন তিনি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন সামনে থাকলেও সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি বরাবরই উদ্বিগ্ন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। সরকার এখনও সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়েছে বলেও আমি মনে করি না। তবে আমরা আশাবাদী, নির্বাচন চলাকালীন সময়ে পরিস্থিতির উন্নতি হবে।’
আন্তর্জাতিক নদীর পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। বিএনপির জনগণের সঙ্গে সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে— তিস্তা ও পদ্মাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা ও সম্পৃক্ততা বাড়ানো হবে।
তিনি আরও বলেন, ‘দুই দেশের পারস্পরিক সম্মান বজায় রেখে জনগণের অধিকার নিশ্চিত করার চেষ্টা করবে বিএনপি।

আপনার মূল্যবান মতামত দিন: