বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
আগামী জাতীয় নির্বাচনে দেশের মা-বোনেরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই বেছে নেবেন বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ইতোমধ্যেই এমন লক্ষণ তারা দেখতে পাচ্ছেন এবং জনগণের প্রতি তাদের শতভাগ আস্থা রয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ তবে একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে—এমন শঙ্কাও তাদের রয়েছে।
জামায়াত আমির জানান, নির্বাচন নিয়ে কোনো অনিয়ম বা শঙ্কার বিষয় সামনে এলে প্রথমে নির্বাচন কমিশনকে তা জানানো হবে। সেখানে সমাধান না হলে বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে। তাঁর ভাষায়, ‘এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায়, তাহলে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে—তা আমরা জানি না।’
গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে। অভ্যুত্থানের সময়ও একই প্রবণতা দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। কিন্তু যদি গণমাধ্যম নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।’ প্রশাসন ও গণমাধ্যম যে যার ভূমিকা পালন করছে, জনগণ সবকিছু মনে রাখছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
🟢 আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকেই বেছে নেবে: ডা. শফিকুর রহমান
#জামায়াতে_ইসলামী #ডা_শফিকুর_রহমান #জাতীয়_নির্বাচন #সুষ্ঠু_নির্বাচন #ইইউ_পর্যবেক্ষক #রাজনীতি #অধিকারপত্র
অধিকারপত্র রাজনীতি ইইউ নির্বাচন পর্যবেক্ষক জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচন ডা. শফিকুর রহমান জামায়াত আমির

আপনার মূল্যবান মতামত দিন: