✍️ বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও তাদের জোটে ফিরে আসার সম্ভাবনা এখনো উন্মুক্ত রেখেছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা জানিয়েছেন, ইসলামী আন্দোলনসহ সবার জন্য জামায়াতের দরজা এখনো খোলা রয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি বলেন, ইসলামী আন্দোলনের সাম্প্রতিক ঘোষণার পরও আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি।
এক প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জামায়াতে ইসলামী সবসময় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। ইসলামী আন্দোলনসহ সবাই চাইলে আবার আলোচনায় আসতে পারে।”
উল্লেখ্য, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ছিল। তবে আসন ভাগাভাগি নিয়ে মতানৈক্যের কারণে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা জোট থেকে সরে দাঁড়িয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়।
জামায়াতের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের জন্য আগে ৪৭টি সংসদীয় আসন ছাড় দেওয়া হয়েছিল। এই আসনগুলোর ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিষয়টি নিয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলন জোট ছাড়ায় ৪৭টি আসন এখন জোটে থাকা বাকি ১০টি দলের মধ্যে বণ্টন করা হবে।
অন্যদিকে, আগে ৩০টি আসনে ছাড় পাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশা করছে, নতুন পরিস্থিতিতে তাদের আসনের সংখ্যা বাড়তে পারে।
🗳️ ইশতেহার চূড়ান্তে জামায়াতের নির্বাহী বৈঠক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার চূড়ান্তসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির শফিকুর রহমান। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্যদের পাশাপাশি মহিলা বিভাগের দায়িত্বশীল ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। কোথায়, কীভাবে এবং কোন সময় নির্বাচনী সফর হবে—এসব বিষয়ও বৈঠকে চূড়ান্ত করা হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে ‘পলিসি পেপার’ প্রস্তুত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এসব নীতিপত্র চূড়ান্ত করা হবে এবং পরে জাতির সামনে প্রকাশ করা হবে। একই সঙ্গে দলীয় ওয়েবসাইটেও তা প্রকাশ করা হবে।
🔴 ইসলামী আন্দোলনের জন্য জামায়াতের দরজা খোলা, জোটে ফেরার ইঙ্গিত
#জামায়াতে_ইসলামী #ইসলামী_আন্দোলন #জাতীয়_নির্বাচন #রাজনৈতিক_জোট #বাংলাদেশ_রাজনীতি #Election2026 #odhikarpatra

আপনার মূল্যবান মতামত দিন: