ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
সন্ধ্যা ৭টার দিকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়

বিএনপি গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বসেছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৮ ২৩:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৮ ২৩:৩৫

রোববার বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে যারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের নিয়ে বৈঠকে বসেছে বিএনপির মনোনয়ন বোর্ড

। । বৈঠকের শুরুতেই খুলনা সিটিতে মনোনয়ন প্রত্যাশীরা বোর্ডের কাছে সাক্ষাৎকার দিয়েছেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল ( অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। খুলনা সিটিতে বিএনপির টিকিটে লড়তে আগ্রহীরা হলেন, বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম। গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়তে দলের মনোনন পেতে চান বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটির বর্তমান মেয়র এম এ মান্নান, দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র মান্নানের ছেলে এম মনজুরুল করীম, গাজীপুর জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার, আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন: