ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
কোটা পদ্ধতি সংস্কারে ছাত্র আন্দোলন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা

মন্ত্রিসভার আজকের সাপ্তাহিক বৈঠকে সিভিল সার্ভিসে বর্তমান কোটা পদ্ধতি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৮ ১৯:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৮ ১৯:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 মন্ত্রিসভার আজকের সাপ্তাহিক বৈঠকে সিভিল সার্ভিসে বর্তমান কোটা পদ্ধতি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়েছে এবং এতে বলা হয়েছে যেহেতু বিদ্যমান ব্যবস্থায় কখনোই মেধাকে অগ্রাহ্য করা হয়নি ফলে এই ব্যবস্থা মেধাবী প্রার্থীরা খুব কমই বঞ্চিত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় হলো মূল স্টেকহোল্ডার। তারা শিক্ষার্থীদের দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মেধা তালিকা থেকে বিভিন্ন কোটার শূন্যপদ পূরণের জন্য মন্ত্রিসভা বর্তমান সরকারের পুন পরীক্ষণ পদ্ধতির পাশাপাশি বিগত তিনটি সিভিল সার্ভিস পরীক্ষার নিয়োগ পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে।



আপনার মূল্যবান মতামত দিন: