
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা থাকবে না বলে ছাত্রলীগকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা সব সময় ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে ছিলাম আছি। তাই আমরা প্রধানমন্ত্রী কাছে দাবি নিয়ে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন।
সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ‘কোটা সংস্কারের দাবি যৌক্তিক দাবি, এটা ছাত্র সমাজের দাবি, তাই আমাদেরও (ছাত্রলীগ) দাবি। তাই আমরা ছাত্র সমাজের পক্ষে থেকে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। তিনি আমাদের জানিয়েছেন চাকরিতে আর কোনো কোটা থাকবে না।’
চলতি সংসদ অধিবেশনে এবিষয়ে তিনি সুস্পষ্টভাবে বিষয়টি তুলে ধরবেন বলেও ছাত্রলীগ সাধারণ সম্পাদক জানান। তাই চলমান আন্দোলন অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা নেই বলেও দাবি করেন জাকির।
আপনার মূল্যবান মতামত দিন: