ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন : ওবায়দুল কাদের

‘একটু ধৈর্য ধরুন। কোনও গুজবে কান দেবেন না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন : ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৮ ১৮:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৮ ১৮:০০

আজ বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একটু ধৈর্য ধরুন। কোনও গুজবে কান দেবেন না। বিভক্তির রাজনীতির শিকার হবেন না। কারণ, অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
তিনি বলেন, অশুভ রাজনীতির ছায়া যেন বিস্তার না করতে পারে। যদি আন্দোলনকারীদের নেতৃত্ব তাদের হাতে চলে যায় তাহলে দেশে ক্ষতি হবে, তারাও ক্ষতিগ্রস্থ হবে। শেখ হাসিনার সরকার ভুল করলেও, ভুল সংশোধনের সৎ সাহস রাখে।

 কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমি সেই বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছি। তাদের দাবিগুলো ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তারা আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে। আন্দোলন স্থগিত করেছিল। এরপর কী হলো? কেন, আবারও কী কারণে তারা আন্দোলন করছেন তা আমার জানা নেই।
দলীয় নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, এখন স্পর্শকাতর সময় অতিক্রম করছে সরকার। এ সময়ে দায়িত্বশীল নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত। দায়িত্বজ্ঞানহীন কথা বললে তা উস্কানিমূলক হয়। তাই দায়িত্বজ্ঞানহীন কথা বলবেন না।
এর আগে মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলমের সভাপতিত্বে সভায় সদস্য সচিব মৃণাল কান্তি দাস এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এনামুল হক শামীম, সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: