ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
কোটা আন্দোলন নিয়ে তারেক রহমানের ফোনালাপ স্বাভাবিক ঘটনা

তারেক রহমানের ফোনালাপকে স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৮ ২২:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৮ ২২:২২

 

বৃহস্পতিবার (১২ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনে সমর্থন দিতে চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোনালাপকে স্বাভাবিক ঘটনা 

এর আগে, মঙ্গলবার (১১ এপ্রিল) দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের সমর্থন দিতে বলেন। টেলিফোনে তিনি বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদকে।
এই ফোনালাপ সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, ‘একটি যৌক্তিক আন্দোলনে সমর্থন দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের একজন উপদেষ্টা পরিষদের সদস্যকে তারেক রহমান ফোন দিতেই পারেন। এই ফোনালাপ স্বাভাবিক ঘটনা।’
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সরকারি নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীদের যখন রক্ত ঝরছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গানের সুরে তাল মেলাচ্ছিলেন। তিনি বলেন, ‘এ যেন রোম পুড়ছে আর নীরো বাঁশি বাজাচ্ছে। আওয়ামী সরকার দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার সরকার।’
শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে কোটা বাতিলের কথা বলেন। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘গতকাল (মঙ্গলবার) জাতীয় সংসদে এই কোটা বাতিলের কথা বলে প্রধানমন্ত্রী গোটা জাতিকেই হতাশ করেছেন। তিনি আন্দোলনকারীদের দাবিকে সঠিকভাবে মূল্যায়ন না করে ক্ষোভের বশে কোটা বাতিলের কথা বলেছেন। সরকার মুক্তমন নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে আমলে নেয়নি।’



আপনার মূল্যবান মতামত দিন: