ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
অশুভ শক্তির ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান ওবায়দুল কাদেরের

‘বাঙালি জাতির ইতিহাসে ভরপুর বীরত্ব গাঁথা যেমন রয়েছে, তেমনই বিশ্বাস ঘাতকের ইতিহাসও রয়েছে:সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৮ ১৯:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৮ ১৯:১০

এখনো একটি চক্র ইতিহাস মুছে ফেলার নানামুখি চক্রান্ত, ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিরোধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাঙালি জাতির ইতিহাসে ভরপুর বীরত্ব গাঁথা যেমন রয়েছে, তেমনই বিশ্বাস ঘাতকের ইতিহাসও রয়েছে। বিশ্বাসঘাতক চক্র বারবার বাঙালির বীরত্বের ইতিহাস কেড়ে নিতে চেয়েছে।’
ওবায়দুল কাদের আজ সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে মহানগর আওয়ামী লীগের মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করে এ আহ্বান জানান।

 নতুন বছরে কোনো অশুভ শক্তি যেন ষড়যন্ত্র করতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শোভাযাত্রায় তারুণ্যের উচ্ছ্বাসের প্রশংশা করে তিনি বলেন, আমাদের বিশ্বাস, এরাই অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। অশুভ শক্তির মোকাবেলা করেই শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।
শোভাযাত্রায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: