
জনাব নুরুল আলম চৌধুরী, সহ- সভাপতি মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ তার মত একজন ব্যক্তি কি পারবে মুন্সীগঞ্জ জেলার মানুষের নিচে বনর্ননা মত একজন নেতা হয়ে মুন্সিগঞ্জ বাসীর ঐতিহ্য ধরে রাখতে।
রাজনীতিতে নীতি নৈতিকতা এখন বড় একটি প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। দলের বড় নেতা বা মন্ত্রী/ এমপি এর মধ্যে নীতিবান,সৎ চরিত্রবান লোক খুব একটা দেখা যাচ্ছে না বললেই চলে, এটা দেশের জন্য - ভবিষ্যতের জন্য- যুব সমাজের জন্য অশনি সংকেত। নেতার জীবন, আদর্শ যদি পরিচ্ছন্ন না হয়, তিনি যদি সৎ না হন, তার মধ্যে দেশাত্মবোধ না থাকে, নীতি-নৈতিকতা না থাকে তাহলে তিনি কখনোই দেশকে ভালর দিকে নিয়ে যেতে পারেন না, যুব সমাজকে ভাল পথ দেখাতে পারেন না, যুব সমাজের আদর্শ হতে পারেন।
এ পরিস্থিতি থেকে উত্তরনের জন্য আসুন আমরা পরিচ্ছন্ন রাজনীতি, নীতি-নৈতিকতা যুক্ত দেশপ্রেমী নেতা নির্বাচিত করি।
আপনার মূল্যবান মতামত দিন: