

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জ সিরাজদিখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতের দিকে মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
শনিবার বেলা ৯টার দিকে শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে এ ঘটনা জানতে পারেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা নিলুফ ইয়াসমিন লাভলী জানান, গতরাতে অজ্ঞাত চোরেরা স্কুলের ভিতরে ঢুকে ওয়াসব্লকের দুইটি কল নিয়ে গেছে এর আগের রোজার ১০ পূর্বে অফিস কক্ষের দুটি তালা ও আলমারি ভেঙ্গে একটি সাউনন্ডবক্স, বেল, ২টি ফ্যান, নগদ টাকা ও ব্যাক্তিগত জিসিপত্র,দেওয়াল ঘড়িসহ কমপক্ষে এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। স্কুলটিতে এবার নিয়ে সাতবারের মতন চুরির ঘটনা ঘটছে। এখানে এখনো কোন নৈশ প্রহরী নিয়োগ হয়নি। এ ঘটনায় সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন বলেন, কাকালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। ওই এলাকার গাজা সেবনকারীরা এ ঘটনা ঘটাতে পারে। ওই স্কুলে নৈশপ্রহরী ছিল সে চাকুরী ছেড়ে বিদেশে চলে যাওয়ায় এখন আবার নৈশপ্রহরী নিয়োগ দিতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: