odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

ইবিতে ‘ভুবন মাঝি’ চলচ্চিত্র প্রদর্শিত

Admin 1 | প্রকাশিত: ২১ March ২০১৭ ০২:৪৬

Admin 1
প্রকাশিত: ২১ March ২০১৭ ০২:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ফাখরুল আরেফিন খান পরিচালিত মুক্তযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে ২টা ও দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ২টা প্রদর্শনীতে এ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি), ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও লণ্ঠনের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন ইবি ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ‘ভুবন মাঝি’ চলচ্চিত্র পরিচালক ফাখরুল আরেফিন খান ও অভিনেতা মাজনুন মিজান।
২য় প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন ইবি ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মহা. আনোয়ারুল হক।
প্রদর্শনী চলাকালে ইবির মিলনায়তন দর্শকে দর্শকে পরিপূর্ণ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: