

যুবলীগ এর নেতা কর্মীরা বরাবরের মত এবার ও বর্নীল ভাবে উপস্থিতি লক্ষ্য করা যায় । সবুজ টি শার্ট , সবুজ টুপি, হাতে রুমাল , ও নেএীর ছবি নিয়ে যুবলীগ দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী , তার কর্মীদের উৎসাহ উদ্দিপনার মাধ্যমে সমাবেশ স্খল মাতিয়ে রাখছে ।
দেশের বরেণ্য চিত্র শিল্পী হাশেম খানের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬টি ছবি নিয়ে আয়োজন করা হবে চিত্র প্রদর্শনীর। এ প্রদর্শনীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিসহ থাকবে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে লেখা বইসমূহ। এ ছাড়াও প্রদর্শনীতিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা বইদু’টিও স্থান পাবে।
সংবর্ধনাস্থলের বাইরেও ব্যাপকভাবে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংবর্ধনাস্থলে যে সড়ক দিয়ে আসবেন সে সড়কগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের ছবি সংবলিত পোস্টার-ফেস্টুন লাগানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: