odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভ জি চালু করতে যাচ্ছে সরকার :জয়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ July ২০১৮ ০১:৪১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ July ২০১৮ ০১:৪১

থ্রিজির ফোরজির পথ ধরেই দেশে চালু হতে যাচ্ছে ফাইভ জি। দেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভ জি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল বুধবার এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী হবে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার দুপুরে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্টে এ তথ্য জানিয়েছেন।
 
নিজের ভেরিফায়েড পেজে সজীব ওয়াজেদ লিখেন, ‘এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।
 
 
জয় লিখেছেন, ‘আগামীকাল (বুধবার) সকালে আমরা ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো। চোখ রাখুন।’


আপনার মূল্যবান মতামত দিন: