odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

২৮ জন নিহত পাকিস্তানে ভোটকেন্দ্রের কাছে :  আত্মঘাতি হামলা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ July ২০১৮ ১৪:৫০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ July ২০১৮ ১৪:৫০

 

 

কোয়েটা (পাকিস্তান), ২৫ জুলাই, ২০১৮  পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীর এক ভোটকেন্দ্রের কাছে আত্মঘাতি হামলায় অন্তত ২৮ জন নিহত এবং অপর ৩৫ জন আহত হয়েছে। খবর এএফপি’র।
কোয়েটার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা হাশিম গিলজাই বলেন, হামলাকারী ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল। পুলিশ তাকে থামানোর চেষ্টা করলে সে বিস্ফোরণ ঘটায়।



আপনার মূল্যবান মতামত দিন: