ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বেলজিয়ামের রাষ্ট্রদূতের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ জুলাই ২০১৮ ১৯:০১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৮ ১৯:০১

 

বাংলাদেশে বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত জ্যান লুইক্স আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, ‘বৈঠককালে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বেলজিয়ামের জোরালো ভূমিকা চলমান রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে।’
রাষ্ট্রপতি বলেন, বেলজিয়াম ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ধাপে ধাপে বেড়ে চলেছে।
দু’দেশের মধ্যে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদলের সফরের ওপর গুরুত্ব আরোপ করেন।
রাষ্ট্রপতি হামিদ ঢাকায় বেলজিয়ামের একটি আবাসিক মিশন খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বেলজিয়াম সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের জনগণের সহযোগিতা ও আতিথেয়তার প্রশংসা করে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, ‘বেলজিয়ামের বহু বিনিয়োগকারী বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ করে থাকে।’
রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: