
ইরানকে নিয়ে রবিবার (২২জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় সুলিমানি পাল্টা জবাব দিয়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল কাশেম সুলিমানি। শুক্রবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে দিলে ‘তার যা কিছু আছে তা নিমিষে ধ্বংস হয়ে যাবে’।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, ‘যুদ্ধ বাঁধানোর চিন্তা করবে না। যদি তোমরা যুদ্ধ শুরু কর তাহলে আমরা সেটা শেষ করব। যুদ্ধ বন্ধ করতে তুমি বাধ্য হবে। তাই ভালো হবে ইরানের মানুষ ও প্রেসিডেন্টকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলা বন্ধ কর।’
যে কোন ধরনের হুমকির জবাব দেওয়া সৈনিক হিসেবে নিজের দায়িত্ব উল্লেখ করে সুলিমানি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ প্রেসিডেন্ট (হাসান রুহানি) নয়; আমার সঙ্গে কথা বল। তোমার কথার উত্তর দেওয়া আমাদের প্রেসিডেন্টের শোভা পায় না।
‘এ অঞ্চলে আমাদের ক্ষমতা ও অপ্রতিসম যুদ্ধে আমাদের দক্ষতা সম্পর্কে তুমি জান। আমরা তোমার খুব কাছেই আছি যেটা তোমার কল্পনাতেও নেই। আস। আমরা তৈরি।’
আপনার মূল্যবান মতামত দিন: