odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫
পাকিস্তানে ইমরান খানের নাটকিয় জয়

ইমরান খানের তেহরিক ই ইনসাফ এর কাছে পরাজয় মেনে নিল নেওয়াজ এর মুসলিম লীগ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ July ২০১৮ ০০:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ July ২০১৮ ০০:০২

আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কাছে পরাজয় স্বীকার করে নিলো সাবেক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। প্রধান বিরোধীদল হিসেবে সংসদেও যাবে তারা। খবর ডনের।
 
মুসলিম লিগ নেতা হামজা শাহবাজ বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
 
প্রাথমিকভাবে ভোটের ফল অস্বীকার করে কারচুপির অভিযোগ এনেছিল পিএমএল-এন। তবে এখন দলটির নেতারা ইমরান খানকেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে স্বীকার করেন। ফলে সরকার গঠনে এখন জোটসঙ্গী খোঁজা সহজ হল ইমরানের জন্য।
 
বুধবার পাকিস্তানের ১১ তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিলম্বে প্রকাশিত নির্বাচন কমিশনের ফলাফলে ইমরান খানের তেহরিকে ইনসাফ (পিটিআই) ১১০টি আসন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৬৩ টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪২টি আসনে জয়ী হয়েছে। এখন জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে তেহরিকে ইনসাফ।


আপনার মূল্যবান মতামত দিন: