odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বন্যায় গৃহহীন প্রায় ৫৪ হাজার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ August ২০১৮ ২২:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ August ২০১৮ ২২:১২

 

 

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, চলমান বন্যায় প্রায় ৫৪ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।
রাজ্যের ১৪টি জেলার মধ্যে ৮টি জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
কর্মকর্তারা বলেন, শনিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান হেলিকপ্টারে চরে দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন।
এক সরকারি মুখপাত্র বলেন, ‘মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বন্যায় ক্ষতিগ্রস্ত ইদুক্কি, আলাপ্পুঝা, এরনাকুলাম, ওয়েইয়ানাদ, কোঝিকোদে ও মালাপ্পুরাম পরিদর্শন শুরু করেছেন।’
কর্মকর্তারা জানান, প্রবল বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ২৯ জন মারা গেছে। এদের মধ্যে ভূমিধসে ২৫ জন ও পানিতে ডুবে চার জন মারা গেছে।
ওই মুখপাত্র আরো বলেন, ‘বন্যা ও ভূমিধসে ৫৩ হাজার ৫শ’ লোক গৃহহীন হয়ে পড়েছে। এরা এখন অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে অবস্থান করছে।’
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগটিতে শুধু এরনাকুলামেই ৭ হাজার ৫শ’ পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।’
খবরে বলা হয়েছে, মুনারে ২৪ বিদেশীসহ প্রায় ৫০ পর্যটক একটি রিসোর্টে আটকা পড়েছে।
আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে আরো বৃষ্টিপাত হতে পারে।
রোববার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কেরালার বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনের কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: