odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

দুই কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

gazi anwar | প্রকাশিত: ১৩ August ২০১৮ ১০:১৯

gazi anwar
প্রকাশিত: ১৩ August ২০১৮ ১০:১৯

 

 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি হিসেবে সোমবার দুই কোরিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে।
শীর্ষ বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত না হলেও পানমুনজোমে ঐতিহাসিক এপ্রিল বৈঠকে শরৎকালে পিয়ংইয়ংয়ে দ্’ুনেতার পরবর্তী বৈঠকের ব্যাপারে তারা সম্মত হয়েছিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অস্ত্রবিরতি গ্রাম দেমিলিতারিজেড জোনে সোমবারের উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
গত সপ্তাহে উত্তর কোরিয়া এই বৈঠকের প্রস্তাব দেয়।
উত্তর কোরিয়ার ওপর অবরোদ আরোপ করায় দেশটি ওয়াশিংটনের তীব্র সমালোচনা করে।
পুনরেকত্রীকরণ মন্ত্রী চো মিয়োং-জিওন বৈঠক শুরু আগে সাংবাদিকদের বলেন, ‘আমরা পানমুনজোম ডিক্লিয়ারেশন এর অগ্রগতির ওপর পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করব।’
তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
তিনি আরো বলেন, ‘দুপক্ষের মধ্যে আসন্ন শরৎকালীন শীর্ষ বৈঠকের দিনক্ষণের ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর পাশাপাশি মতবিনিময় হবে।’
কোন সূত্রের বরাত না দিয়েই বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, চলতি মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দুই কোরিয়ার শীর্ষ বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সম্মতি প্রকাশ করে।



আপনার মূল্যবান মতামত দিন: