ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নরওয়ের মৎস্যমন্ত্রীকে চাকরি খোয়াতে হলো বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮ ১৯:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮ ১৯:৫১

 
 
 
বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে চাকরি খোয়ালেন মন্ত্রী!

বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে চাকরি খোয়াতে হলো নরওয়ের মৎস্যমন্ত্রীকে। ইরানি বংশোদ্ভূত বান্ধবীর সঙ্গে সে দেশে অবকাশে গিয়ে নিরাপত্তাবিধি লঙ্ঘনের পর মৎস্যমন্ত্রী পার সান্ডবার্গ।

মন্ত্রী স্বীকার করেছেন, তিনি তার ২৮ বছর বয়সী বান্ধবী বাহারেহ লেতনেসের সঙ্গে ইরানে অবকাশে গিয়েছিলেন। বিষয়টি তিনি নরওয়ের প্রধানমন্ত্রীকে অবহিত করেননি।

৫৮ বছর বয়সী পার সান্ডবার্গ তার সরকারি ফোনটিও সঙ্গে করে ইরানে নিয়ে গিয়েছিলেন। ইরানে গিয়ে দেশটির গুপ্তচরদের খপ্পরে পড়ার ঝুঁকিতে ছিলেন তিনি। সান্ডবার্গের বান্ধবী লেতনেস একজন সাবেক সুন্দরী। তিনি এখন মাছ রপ্তানির ব্যবসা করেন। নরওয়েতে তার বসবাসের অনুমোদন আছে।

কনজারভেটিভ নেতা ও প্রধানমন্ত্রী সলবার্গ সাংবাদিকদের বলেছেন, পদত্যাগ করে সান্ডবার্গ সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে মনে করেন তিনি।

নরওয়ের ক্ষমতায় জোট সরকার রয়েছে। এই জোটে আছে প্রোগ্রেস পার্টি। এই পার্টির উপনেতার পদও ছেড়েছেন সান্ডবার্গ।



আপনার মূল্যবান মতামত দিন: