odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবস্থা এখনো গুরুতর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ August ২০১৮ ১৮:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ August ২০১৮ ১৮:৪৭

 

 

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (৯৩) এখনো গুরুতর অসুস্থ। বুধবার রাতে হাসপাতাল থেকে এ কথা বলা হয়েছে।
তিনি গত কয়েক সপ্তাহ ধরে দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
গত রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী হাসপাতালে তাকে দেখতে যান এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ব্যক্তিগতভাবে বাজপেয়ীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
বাজপেয়ীকে দিল্লীর ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে তিনি গত নয় সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন।’
কিডনিতে সংক্রমন ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বাজপেয়ী গত কয়েক বছর ধরেই বিছানায় ছিলেন। অধিকাংশ সময়ই থাকতেন অচেতন অবস্থায়।
বাজপেয়ী তিনবার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৯৬ সালের ১৬ মে থেকে ৩১ মে এবং এরপর ১৯৯৮ সালের মার্চ মাস থেকে ২০০৪ সালের মে মাসের মধ্যে পর পর দু’দফায় তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: